১৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৪০

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত

বিদেশ ডেস্ক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির শাগরায় আজ সন্ধ্যায় (বাংলাদেশ সময়) এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

শাগরা জেনারেল হাসপাতাল সূত্র জানায়, দেশটির রাজধানী রিয়াদ থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত শহর শাগরায় যাওয়ার সময় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। শাগরা প্রবেশপথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনাকবলিত হয়।

জানা গেছে, দুর্ঘটনা কবলিত গাড়িতে চালকসহ মোট ১৭ জন ছিলেন। এদের মধ্যে নিহতরা ছাড়া বাকী সবাই গুরুতর আহত হয়েছেন জানা গেছে।

প্রকাশ :মে ২, ২০১৯ ১০:৫৫ অপরাহ্ণ