১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

বিয়ে করলেন ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক: সাড়া জাগানো টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী সোফি টার্নার ও পপ গায়ক জো জোনাস বিয়ে করেছেন।
২০১৭ সালে বাগদানের ঘোষণা দিয়েছিলেন এ জুটি। গতকাল বুধবার স্থানীয় সময় রাতে লাস ভেগাসের একটি গির্জায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। জো জোনাস অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের বড় ভাই। বিয়েতে প্রিয়াঙ্কাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এ জুটির বিয়ের খবর প্রথম পাওয়া যায় জনপ্রিয় ডিজে ডিপলোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন তিনি। এতে দেখা যায়, সাদা পোশাক পরে, জোনাস ভাইদের সঙ্গে ভেগাসের একটি গির্জায় প্রবেশ করছেন সোফি টার্নার। পরবর্তীতে এ জুটির বিয়ের খবরটি নিশ্চিত করে ইটি অনলাইন।
‘গেম অব থ্রোনস’ টিভি সিরিজে লেডি সানসা চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোফি টার্নার। এছাড়া এক্স মেন: অ্যাপোক্লিপসডার্ক ফিনিক্স সিনেমায় অভিনয় করেছেন তিনি। কয়েকদিন আগে প্রকাশিত জোনাস ব্রাদার্সের ‘সাকার’ মিউজিক ভিডিওতে দেখা গেছে তাকে। ২০১৬ সালের নভেম্বরে প্রথম জো জোনাসের সঙ্গে তার প্রেমের খবর প্রকাশ পায়। এরপর ২০১৭ সালের অক্টোবরে বাগদান সারেন তারা।

প্রকাশ :মে ২, ২০১৯ ৩:০০ অপরাহ্ণ