১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৯:০৫

উত্তরায় বাসার ছাদ থেকে দুই গৃহকর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরার জসীম উদ্দিন রোডের একটি বাসার ছাদ থেকে দুই গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য বুধবার বেলা ১১ টায় লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। বুধবার ভোররাতে লাশ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, হালিমা (১৪) এবং রুবি (১৭)। নিহতদের হাত ও পা ছিল ভাঙা। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন চন্দ্র সাহা জানান, ওই এলাকার একটি ছয়তলা ভবনের ছয় তলায় গার্মেন্ট ব্যবসায়ী মাজেদের ফ্লাট। সেখানেই কাজ করতো দুই গৃহকর্মী।

বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩টায় দুই গৃহকর্মী দরজা খুলে বাড়ির ছাদে চলে যায়। পরে পাশের একতলা ছাদ থেকে তাদের নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে। পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, যেহেতু সিসি ক্যামেরায় দেখা গিয়েছে তারা ছাদে গিয়েছে, এখন ছাদে গিয়ে তারা পার্শ্ববর্তী ছাদের উপরে লাফিয়ে পড়েছে নাকি অন্যকিছু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

প্রকাশ :মে ১, ২০১৯ ২:২৮ অপরাহ্ণ