বিদেশ ডেস্ক
যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো চার জন। নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে ওই তথ্য জানা গেছে।
ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশ প্রধান জেফ বেকার জানান, ওই ঘটনার সঙ্গে সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বন্দুকধারীকে আটক করে। আটক হওয়া ওই ব্যাক্তির হাতে একটি পিস্তল ছিল। এছাড়া যখন ওই ব্যক্তিকে আটক করা হচ্ছিল, তখন তিনি কোনো প্রতিবাদ করেননি বলেও জানান জেফ বেকার।
এদিকে, যারা হতাহত হয়েছেন, তাঁরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভবনগুলো ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। আর এজন্য গত মঙ্গলবারই ছিল শেষ ক্লাস।