২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৩২

উন্মোচন হলো বাংলাদেশের বিশ্বকাপ জার্সি

ক্রীড়া ডেস্ক : আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের বিশ্বকাপ জার্সির ছবি। আজ আনুষ্ঠানিকভাবেই মাশরাফি-তামিমদের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে।
দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।
পরে বোর্ড সভাপতি, পরিচালক, খেলোয়াড়, কোচিং স্টাফদের নিয়ে হয় জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশন। বিশ্বকাপ দলের ১৫ জনের ১৪ জন ফটোসেশনের সময় উপস্থিত থাকলেও সাকিব আল হাসান অবশ্য ছিলেন না।
মাশরাফিদের বিশ্বকাপ জার্সির রঙ পুরোটাই সবুজ। কলার ও জার্সির নিচের দিকের কিছুটা অংশ গাঢ় সবুজ। ট্রাউজারের রঙও গাঢ় সবুজ।
প্রথমবারের মতো সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সুযোগ মিলছে বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি সংগ্রহে রাখার। জাতীয় দলের জার্সি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে- এমন খবর অবশ্য মাস খানেক আগেই জানা গিয়েছিল।
‘আসল সাপোর্টারের জন্য আসল জার্সি’- এমন স্লোগানে বাংলাদেশের জার্সি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। গত মাসে প্রতিষ্ঠানটি এক বছরের জন্য বাংলাদেশ দলের জার্সি বিক্রির স্বত্ব পেয়েছে।
দেশের শীর্ষ ব্র্যান্ড অঞ্জনস ও জেন্টালপার্কের প্রায় শতাধিক আউটলেটে বিক্রি হবে বাংলাদেশ দলের জার্সি। এ ছাড়া অনলাইন স্টোর ক্রিকশপ বিডি, জার্সি ফ্রিক বিডি, রবিন স্পোর্টস, ডিমানি অ্যাপে পাওয়া যাবে এসব জার্সি। সারাদেশে ক্রিকেটভক্তদের মাঝে জার্সি ছড়িয়ে দিতে আলাদাভাবে কাজ করবে রবিন স্পোর্টস।
১১৫০ টাকায় মিলবে জাতীয় দলের বিশ্বকাপের রেপ্লিকা জার্সি। জানা গেছে, ম্যাচ জার্সি পাওয়া যাবে আড়াই হাজার টাকায়। এ ছাড়া জাতীয় দলের অনুশীলন জার্সি, ক্যাপ, ট্রাউজারও পাওয়া যাবে। মূল জার্সির পাশাপাশি অ্যাওয়ে জার্সিও পাওয়া যাবে সব আউটলেটে।

প্রকাশ :এপ্রিল ৩০, ২০১৯ ১:২৬ অপরাহ্ণ