১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১১

চাঁদপুরে বাসের ধাক্কায় সিএনজির পাঁচ যাত্রী নিহত

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর-কুমিল্লা সড়কের শাহরাস্তির কাকৈরতলায় বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।

রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহরাস্তি উপজেলার সাহাপুরের আবুল কালাম (৬৫), কচুয়ার আশ্রাফপুরের রণজিৎ চন্দ্র মজুমদার (৭৫), আশ্রাফপুর ইউনিয়নের ভবানিপুরের জান্নাতুল ফেরদৌস মনি (২৭), ও রোমান (৮)। অপর একজনের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায়  টঙ্গীগামী কর্ডোবা বাসের সঙ্গে চাঁদপুরমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন এবং শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন নিহত হন।

স্থানীয়রা জানান, বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-০৫১১। দুর্ঘটনার পর বাসের চালক-হেলপার পালিয়ে গেছেন। বাসটি ঘটনাস্থলেই রয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুসহ চারজন নিহত হন। হাসপতালে নেয়ার পর আরও এক নারী মারা যান।

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৯ ১১:৪৮ পূর্বাহ্ণ