২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৮

শপথ নেয়া জাহিদুরকে বিএনপি থেকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ায় ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত জাহিদুর রহমানকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (২৭ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, দলের প্রাথমিক সদস্যপদ থেকে শুরু করে সব ধরনের পদ থেকে জাহিদুরকে বহিষ্কার করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ঠাকুরগাঁও-৩ আসনে এমপি নির্বাচিত হন জাহিদুর রহমান। এরপর দলীয় সিদ্ধান্ত অনুসারে বিএনপি থেকে নির্বাচিত ছয়জন এমপি শপথ নেননি।

তবে নির্ধারিত ৯০ দিনের আগে শপথ নিয়েছেন জাহিদুর রহমান। তিনি বলেছেন, এলাকার জনগণের মানুষের চাপে শপথ নিয়েছেন তিনি।

প্রকাশ :এপ্রিল ২৮, ২০১৯ ১০:০৪ পূর্বাহ্ণ