১৯শে জানুয়ারি, ২০২৬ ইং | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৯

ইরাকে ৪৫ বাংলাদেশী শ্রমিক উদ্ধার

বিদেশ ডেস্ক

ইরাকে বাংলাদেশী ৪৫ জন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। তাদেরকে রাজধানী বাগদাদে একটি শিবিরে আটকে রাখা হয়েছিল। এসব বাংলাদেশীকে মুক্তির খরব ফেসবুক পোস্টে জানিয়েছে পুলিশ কমান্ড- এ খবর দিয়েছে অনলাইন মিডল ইস্ট মনিটর। তারা জানিয়েছে, ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, বাগদাদের কেন্দ্রীয় অঞ্চলে একটি শ্রমিক বিষয়ক কোম্পানি আটকে রেখেছিল ওই বাংলাদেশীদের। তাদেরকে ভবিষ্যতে নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করার পরিকল্পনা ছিল জিম্মিকারীদের।

এমন ৪৫ জন বাংলাদেশী শ্রমিককে মুক্ত করতে সক্ষত হয়েছে বাগদাদ পুলিশ কমান্ড। পুলিশ আরো বলেছে, এ ঘটনায় দুই ইরাকি ও চার বাংলাদেশীকে আটক করা হয়েছে।

প্রকাশ :এপ্রিল ২৬, ২০১৯ ১২:১০ অপরাহ্ণ