১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:১৩

ঘুমন্ত শ্রমিকদের ওপর ট্রাক, নিহত ৪

চট্টগ্রাম থেকে প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের চাপায় ঘুমন্ত অবস্থায় চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই ইটাভাটায় কাজ করতেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইটভাটার শ্রমিকদের একটি ঝুপরি ঘরে ঢুকে পরে। এতে ঘুমন্ত অবস্থায় চার শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রকাশ :এপ্রিল ২৫, ২০১৯ ১:৫৭ অপরাহ্ণ