২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২৮

লাগাতার আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা

দেশজনতা অনলাইন : ৫ দফা দাবিতে ফের রাজপথে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। আজ থেকে লাগাতার কর্মসূচিতে যাচ্ছে কয়েক হাজার শিক্ষার্থী।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর নীলক্ষেত মোড়ে বুধবার বেলা ১১টার পর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।একই দাবিতে ঢাকা কলেজের সামনে আমরণ অনশন করছেন তিন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হচ্ছে- পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একটি বর্ষের সব বিভাগের ফল একসঙ্গে প্রকাশ; ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনঃমূল্যায়ন; ৭ কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন; প্রতি মাসে প্রতিটি কলেজে প্রত্যেক বিভাগে দু’দিন করে ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নেয়া এবং সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা।

এর আগে মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চলার সময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পূর্বঘোষণা অনুযায়ী বেলা ১১টার আগে ঢাকা কলেজের সামনে মানববন্ধনে অংশ নেন তারা। পরে তারা নীলক্ষেত মোড়ে এসে সড়কের ওপর বসে পড়েন। ফলে ওই পথে চলাচলকারী সব ধরনের যান বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা ‘গণহারে আর ফেল নয়, যথাযথ রেজাল্ট চাই’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা নিয়ে ব্যবসা নয়’, ‘গণহারে ফেল, ঢাবি তোমার খেল’, ‘বন্ধ করো অনাচার, সাত কলেজের আবদার’, ‘নিচ্ছ টাকা দিচ্ছ বাঁশ, সময় শেষে সর্বনাশ’- এ ধরনের স্লোগান ছাড়াও এই লেখা সংবলিত বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়।

কর্মসূচি শেষে দুপুর ২টা ১০ মিনিটে আজ বুধবার বেলা ১১টা থেকে একই স্থানে লাগাতার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন ঢাকা কলেজের ছাত্র আবু বকর।

প্রসঙ্গত, শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজকে ঢাবির অধিভুক্ত করা হয়। ওই বছর পরীক্ষার রুটিনের দাবিতে আন্দোলনে গিয়ে দুই চোখ হারান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। শুরু থেকেই এই অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রকাশ :এপ্রিল ২৪, ২০১৯ ১২:২১ অপরাহ্ণ