সিলেট ব্যুরো : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি বিমান থেকে কোটি টাকার অধিক মূল্যের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০৬ ফ্লাইটের ভেতরে সিটের নিচ থেকে ওই স্বর্ণের বারগুলো পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ওসমানী বিমানবন্দরের কাস্টমস বিভাগের উপকমিশনার মো. আহসান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিজি-২০৬ ফ্লাইটের ভেতরে সিটের নিচ থেকে ২০টি স্বর্ণেরবার জব্দ করা হয়েছে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় এক কোটি ১৫ লাখ টাকা।