৯ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:২৯

রাজধানীর মৎস্য ভবন মোড়ে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মৎস্য ভবন এলাকায় বাস ও দু’টি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত দু’জন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনাস্থলে একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। কারটির একপাশের দরজা এবং যাত্রী আসন রক্তে ভিজে গেছে। এছাড়া রাস্তার ওপরও কয়েক জায়গায় রক্তের ছোপ পড়ে থাকতে দেখা গেছে।

ঘটনার পর দ্রুত সেখানে পুলিশ সদস্যরা উপস্থিত হন এবং হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এ ঘটনায় হতাহতদের মধ্যে দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

প্রকাশ :এপ্রিল ২৩, ২০১৯ ৯:০৪ পূর্বাহ্ণ