১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১১

এবার স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীর গায়ে আগুন, আটক ২

অনলাইন

লক্ষ্মীপুরের কমলনগরে আগুনে দগ্ধ অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। রোববার বিকালে উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকায় একটি সয়াবিন ক্ষেত থেকে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন তরুনী জানিয়েছেন, স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় স্বামী সালাউদ্দিন তার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। খবর পেয়ে সন্ধ্যায় লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া ও জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন সদর হাসপাতালে তাকে দেখতে যান।

এদিকে তরুণীর মুখ-হাতসহ শরীরের প্রায় ৩০ ভাগ পুড়ে গেছে। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায়।

জানা গেছে, সালাউদ্দিন স্ত্রী ও দুই ছেলে নিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের আইয়ুবনগর এলাকায় বসবাস করছে। সালাউদ্দিন পেশায় রিকশা চালক।

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৯ ১২:০৯ অপরাহ্ণ