২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩

কলম্বো বিমানবন্দর থেকে বোমা উদ্ধার

বিদেশ ডেস্ক

শ্রীলংকায় ভয়াবহ সিরিজ বোমা হামলার পর রোববার কলম্বোর বন্দরনায়েক বিমানবন্দর থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিমানবন্দরটির প্রধান টার্মিনালের রাস্তায় পেতে রাখা পাইপ বোমাটি পরে বিমানবাহিনীর বিশেষজ্ঞরা নিষ্ক্রিয় করেছেন। খবর এএফপির। বিমানবাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপটেন জিহান সেনেভিরত্নে জানান, উদ্ধার করা বোমাটি হাতে তৈরি করা। ৬ ফুট লম্বা একটি পাইপের মধ্যে বিস্ফোরক বোঝাই করা ছিল।

শ্রীলংকার রাজধানী কলম্বোয় রোববার সকাল পৌনে ৯টার দিকে তিনটি গির্জা এবং হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরই দেশটির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করার পর বিমানবন্দর থেকে ওই পাইপ বোমা উদ্ধার করা হয়।

বিমানবন্দরটিতে চিরুনি অভিযান ও তল্লাশির পর চার ঘণ্টা দেরিতে বিমান চলাচল পুনরায় শুরু হয়।
বোমা হামলায় এ পর্যন্ত ২৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৫০০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে প্রশাসনের আশঙ্কা।

প্রকাশ :এপ্রিল ২২, ২০১৯ ১১:৩৭ পূর্বাহ্ণ