৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০৬

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক আর নেই

দেশজনতা অনলাইন : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. আমিনুল হক

বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. আমিনুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (রোববার) সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর তার ভাইয়ের ছেলে ব্যারিস্টার অনিক আর হক যুগান্তরকে নিশ্চিত করেছেন।

ব্যারিস্টার মো. আমিনুল হক দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন বলে জানান অনিক আর হক।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিসিইউ) চিকিৎসাধীন এই বিএনপির ভাইস চেয়ারম্যান।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজ বাদ জোহর মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়ে রাজশাহীর গ্রামের বাড়িতে আমিনুল হককে দাফন করা হবে বলে জানান ব্যারিস্টার অনিক।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালাম শাওয়াল বলেন, ‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ব্যারিস্টার আমিনুল। এরপর দেশে ফিরে এসে ১৮ এপ্রিল ইউনাইটেড হাসপাতাল ভর্তি হন।’

ব্যারিস্টার মো. আমিনুল হক ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন।

তিনি রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার নির্বাচিত সংসদ সদস্য

প্রকাশ :এপ্রিল ২১, ২০১৯ ১২:৫৬ অপরাহ্ণ