১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৮

ইত্যাদি’তে গাইলেন আজিজুল হাকিম-কুসুম

নিজস্ব প্রতিবেদক:

জনপ্রিয় অভিনয় তারকা আজিজুল হাকিম। তিনি অভিনয় জীবনে প্রথমবারের মতো নিজ কণ্ঠে গান গেয়েছেন। গেছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদারও। তাদের গাওয়া গান শুনা যাবে ঈদের দ্বিতীয় দিন রাতে বিটিভিতে।
টিভি অনুষ্ঠানে বৈচিত্র্য নিয়ে এসে বারবার চমকে দিয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবারের ঈদ আয়োজন ঘিরেও এর ব্যতিক্রম নেই। হানিফ সংকেত দীর্ঘ প্রায় তিন যুগ ধরে ‘ইত্যাদি’তে তার নিত্য-নতুন আইডিয়ার চমক দেখিয়ে চলছেন। যে কারণে গুণে মানে দীর্ঘকাল ধরে অনুষ্ঠানটি দর্শকপ্রিয়তায় শীর্ষে অবস্থান করছে। আর ঈদ এলে তো কথাই নেই, যুক্ত হয় নতুন নতুন চমক। এবারের ঈদেও রয়েছে নানা আয়োজনে সমৃদ্ধ ‘ইত্যাদি’।
ঈদ ইত্যাদির নানা চমকের একটি হচ্ছে বিশেষ মিউজিক্যাল ড্রামা। গ্রাম থেকে সদ্য ঢাকায় আসা এক ব্যক্তির রাস্তা পাড়ি দিতে দ্বিধা, ঈদে বিদেশ যাওয়া ও ঈদে বিভিন্ন উদ্ভট রেসিপির বাড়াবাড়ি নিয়ে ৩টি ভিন্ন ভিন্ন মিউজিক্যাল ড্রামা করা হয়েছে। একটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা আজিজুল হাকিম, আর একটিতে সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী ও অভিনেত্রী কুসুম শিকদার এবং অন্যটিতে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ঈমন ও নিরব।
আর এই পর্বে প্রথমবারের মতো নিজ কণ্ঠে গেয়েছেন আজিজুল হাকিম। অভিনয়শিল্পী কুসুম শিকদারও নিজ কণ্ঠে গেয়েছেন। এই পর্বে সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী প্রথমবারের মতো অভিনয় করেছেন।
এই পর্বটিও দর্শকদের ভীষণ আনন্দ দেবে বলে ফাগুন অডিও ভিশন জানায়।
বিটিভির ঈদ অনুষ্ঠানমালায় ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচার হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
ইত্যাদি রচনা, উপস্থাপনা ও পরিকল্পনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।
ঈদ ইত্যাদির আয়োজন প্রসঙ্গে নির্মাতা প্রতিষ্ঠান জানায়, তারা এবারও সমসাময়িক একাধিক বিয়ষ নিয়ে ঈদ অনুষ্ঠান সাজিয়েছে। কিন্তু আইডিয়া চুরি হয়ে যায় বলে আগেই তারা বিস্তারিত জানাতে চাচ্ছে না।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১১:৫৪ পূর্বাহ্ণ