অনলাইন
ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় অভিযুক্ত অন্যতম আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকাল চারটায় সোনাগাজীর চর চান্দিয়া এলাকার বাড়ি থেকে রুহুল আমিনকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআইয়ের ফেনীর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। পিবিআই সূত্রে জানা গেছে, রুহুল আমিনকে আটক করে ফেনী পিবিআই অফিসে নিয়ে যাওয়া হয়েছে। নুসরাত হত্যায় এই আওয়ামী লীগ নেতার সংশ্লিষ্টতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

