১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

ভারতে বজ্রপাত ও বজ্রঝড়ে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বজ্রপাত ও বজ্রঝড়ে বাড়িঘর ধসে পড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় বেতার এমন খবর দিয়েছে।

দেশটির রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রে এ দুর্ঘটনাগুলো ঘটেছে।

মহারাষ্ট্রপ্রদেশে মন্দিরের ভেতরে বজ্রপাতে আক্রান্ত হয়ে তিন ব্যক্তি নিহত হন।

এসব মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।

রাজস্থানের ত্রাণ সচিব বলেন, সেখানে অন্তত ২৫ ব্যক্তি নিহত হয়েছেন। আর মধ্যপ্রদেশে ২২ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন সেখানকার এক কর্মকর্তা।

আর গুজরাটের এক সরকারি কর্মকর্তা বলেন, সেখানে বৃষ্টি ও ধুলো ঝড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

প্রকাশ :এপ্রিল ১৮, ২০১৯ ৩:৫৪ অপরাহ্ণ