অনলাইন
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রী শারমিনকে হত্যা করেছে অপর কলেজছাত্র মোস্তাকিন রহমান রাজু। গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বাজার এলাকায় প্রকাশ্যে শারমিন আক্তার লিজা (১৬) নামের ওই ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা
করে। গতকাল দুপুর আড়াইটার দিকে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় লিংকন কলেজের পাশে এ খুনের ঘটনা ঘটে।
এ ঘটনায় মোস্তাকিন রহমান রাজু (১৭) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। মোস্তাকিন কোনাবাড়ী লিংকন মেমোরিয়াল কলেজের ছাত্র। সে গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন সালনা এলাকার আবুল কাশেমের ছেলে। তারা কোনাবাড়ী আমবাগ এলাকায় বাসা ভাড়া থাকতো বলে জানা গেছে। শারমিন আক্তার লিজা গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকার শফিকুল ইসলাম শাফির মেয়ে। সে কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজের ছাত্রী ছিল।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল সকালে পরীক্ষা দিতে কলেজে যায় শারমিন। পরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে বাসায় ফেরার পথে কোনাবাড়ী কাঁচাবাজার এলাকায় লিংকন কলেজের পাশে পৌঁছালে মোস্তাকিন তাকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় শারমিনকে ছুরিকাঘাত করে মোস্তাকিন। পরে গুরুতর অবস্থায় শারমিনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শারমিনকে মৃত ঘোষণা করেন। ওই সময় স্থানীয়রা মোস্তাকিনকে আটক করে পুলিশে দেয়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, এ ঘটনায় মোস্তাকিন রহমান রাজুকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

