২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১৫

নিয়োগ পাবেন ৩৭তম বিসিএসের অপেক্ষমাণ সবাই

দেশজনতা অনলাইন : বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার থেকে প্রায় সবাইকে নিয়োগ দেওয়া হবে। শূন্য পদের পর্যাপ্ত চাহিদা পাওয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার বিপিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানান। ৩৭তম বিসিএসে ৩ হাজার ৪৫৪ জনকে ননক্যাডারে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

পিএসসি চেয়ারম্যান বলেন, ‘এ পর্যন্ত পিএসসি যে পরিমাণ শূন্য পদের তালিকা পেয়েছে, তাতে নন-ক্যাডার থেকে প্রায় সবাইকে নিয়োগ দেওয়া যাবে।

এর আগে গত ১৩ মার্চ ৩৭তম বিসিএসের ননক্যাডার থেকে প্রথম শ্রেণির (নবম গ্রেড) পদে সুপারিশের ফলাফল প্রকাশ করে পিএসসি। ওই সুপারিশে ৫৭৮ জনকে প্রথম শ্রেণিতে নিয়োগের সুপারিশ করে পিএসসি। পিএসসি এখন প্রথম শ্রেণির আরেকটি তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এরপর দ্বিতীয় শ্রেণির তালিকা প্রকাশ করা হবে।

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৯ ৪:১১ অপরাহ্ণ