১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৩

শ্বশুরবাড়িতে জামাতা খুন, বউ-শাশুড়ি আটক

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে শ্বশুরবাড়ির সামনে থেকে মনিরুল ইসলাম নামে ২৫ বছর বয়সী এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দুটার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের উত্তর ঝাপড় গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য মনিরুলের স্ত্রী তন্নী ও শাশুড়ি জাহানারাকে আটক করেছে পুলিশ। মনিরুল ওই ইউনিয়নের কাশিয়াবাড়ী গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করে ঢাকাটাইমসকে বলেন, ৪/৫ মাস আগে তন্নির সঙ্গে মনিরুলের বিয়ে হয়। মনিরুল উত্তরঝাপর গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। রাতে শ্বশুর তারা মিয়ার বাড়ির সামনে মনিরুলের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হিপজুর আলম আরও বলেন, মনিরুলের শ্বশুরবাড়ির লোকজনের দাবি পারিবারিক কলহের জের ধরে মনিরুল নিজেই নিজের গলাকেটে আত্মহত্যা করেছে। তবে প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে শ্বশুর তারা মিয়া পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য মনিরুলের স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

প্রকাশ :এপ্রিল ১৭, ২০১৯ ১২:০৬ অপরাহ্ণ