ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই সহোদর হলেন, মো. শাহাদাত হোসেন বাবু (৪২) এবং মো. সাজ্জাদ হোসেন পিপলু (৩৪)
অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মো. গুলজার হোসেন, বাদল হোসেন ও মো. রমিজ উদ্দিনকে বেকসুর খালাস দিয়েছেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা রাজধানীর তৎকালীন সবুজবাগ থানাধীন ১৭নং উত্তর মাদারটেকের মৃত মো. সায়েদ আলীর ছেলে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের বাবা মৃত মো. সায়েদ আলী এবং মো. মিলন মিয়া নামে দুজন আসামি ছিলেন। তারা মামলাটির বিচারকালীন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়।
মামলায় নিহত আহমদের মা মিসেস নার্গিস আওশর অভিযোগ করেন, আসামিরা পূর্ব থেকেই বাদিনী ও তার পরিবারকে তাদের বাড়ী থেকে উচ্ছেদ এবং তাদের হত্যারচেষ্টা করে আসছিল। একই কারণে ২০১১ সালের ১১ মে রাত ৯টার দিকে বাদিনীর ছেলে আহমেদ আলীকে একা পেয়ে ৫৮১, পূর্ব গোরান্থ হোল্ডিয়ের জনৈক আতিকের চায়ের দোকানের পেছনে গলাগেটে জবাই করে এবং পেট কেটে নারিভূড়ি বের করে নির্মমভাবে হত্যা করেন।
মামলাটি তদন্তের পর ডিবির ইন্সপেক্টর সাদিক মজিবুর রহমান ২০১২ সালের ১৭ এপ্রিল আদালতে সাতজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরের বছর ২ অক্টোবর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন। মামলাটির বিচারকালে সায়েদ আলী ও মিলন মিয়া মারা যায়।
মামলার বিচারকালে আদালত চার্জশিটের ৩১ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষী প্রদানকারীদের মধ্যে তিনজনের আদালতে ১৬৪ ধারার জবানবন্দি ছিল। গত বছর ৭ অক্টোবর আদালতে আসামিদের আত্মপক্ষ শুনানির পর গত ৫ ফেব্রুয়ারি যুক্তিতর্ক শুনানি হয়।