নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর ১৪ নম্বর পুলপাড়ে অবস্থিত ছয়তলা মিলি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ভবনটিতে কয়েকটি পোশাক কারখানা রয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে ওই মার্কেট থেকে ধোয়া বের হতে দেখা যায়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১০টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তারা।