অনলাইন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। শনিবার (১৪ এপ্রিল) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলো, সানি দে, চয়ন দে ও জয় দে।
নিহতের জ্যেঠাতো ভাই ইন্দ্রজিৎ ধর জানান, গ্রেফতার হওয়া তিনজন বখাটে রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে আমার বোনকে ধর্ষণের চেষ্টা করে। সে চিৎকার দিলে শ্বশুর ও শ্বাশুড়ি তাদের কক্ষ থেকে বের হয়ে আসে। এসময় বখাটেরা ছোরা বের করলে শ্বাশুড়ি উনার দেড় বছরের নাতনিকে নিয়ে একটি কক্ষে ঢুকে সেটির দরজা বন্ধ করে দেন। আমার বোনের গলায় ও পেটে ছুরিকাঘাত করে তারা। শ্বশুর বখাটেদের প্রতিরোধ করতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
ভুজপুর থানার ওসি শেখ মো. আবদুল্লাহ বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে আমরা তিন বখাটে আটক করেছি। তাদের ব্যবহৃত ছোরাও উদ্ধার করা হয়েছে। ওসি আবদুল্লাহ জানান, গৃহবধূকে সানি ও চয়নকে ছুরিকাঘাত করতে দেখেছেন বলে জানা গেছে। জয় পাশে দাঁড়িয়েছিল। তিনজনের মোটিভ কী ছিল, সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছি।