১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

ফেনীতে গণপিটুনিতে তিন ‘ডাকাত’ নিহত

দেশজনতা অনলাইন : ফেনীর দাগনভূঁঞায় গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন, যারা ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মাতুভুইয়া ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের বাগেরহাট এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতে বাগেরহাট এলাকায় ডাকাতি করতে যায় কয়েকজন। স্থানীয় লোকজন দেখে ফেলে ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা যায়। এছাড়া গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালেহ আহমেদ গণপিটুনির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৯ ১২:২৮ অপরাহ্ণ