১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

বর্ণবাদের শিকার মোহাম্মদ সালাহ

খেলা ডেস্ক

বর্ণবাদ যেন থামছেই না ফুটবল বিশ্বে। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সেরা খেলোয়াড় লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও বর্ণবাদের শিকার হলেন। স্টেডিয়ামের বাইরে সালাহকে গান গেয়ে কটাক্ষ করে বোমাবাজ বললেন দর্শক।

বৃহস্পতিবার স্ট্যাম্পফোর্ড ব্রিজে স্লাভিয়া প্রাগের বিপক্ষে খেলে চেলসি। ম্যাচের আগে মাঠে ঢোকার সময় ৩ জন দর্শক সালাহকে বোমাবাজ বলে গান গায়। শুধু তাই নয়, তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় তারা। এ ঘটনা স্টেডিয়াম কর্তৃপক্ষের নজরে আসলে ওই ৩ দর্শককে মাঠে ঢুকতে দেয়া হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা জানায় ক্লাব চেলসিও।

প্রকাশ :এপ্রিল ১৩, ২০১৯ ১০:১১ পূর্বাহ্ণ