১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০১

মওদুদকে দেখতে গেলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে দেখতে গুলশানের উচ্ছেদ হওয়া বাড়ির সামনে গেলেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় ইফতারের পর সেখানে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন।  আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর  গতকাল দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাড়িটি নিয়ন্ত্রণে নেওয়ার কার্যক্রম শুরু করে। বাড়িটি নিয়ন্ত্রণে নিতে রাজউকের ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে কাজ শুরু হয়। এ সময় বাড়িটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়।রাজউকের এ কার্যক্রম চলার মধ্যে সন্ধ্যায় ইফতারের পর মওদুদের ওই বাড়িতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৮, ২০১৭ ১১:১৭ পূর্বাহ্ণ