২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

মোদীকে ফের ভারতের ক্ষমতায় চান ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সরকারের জয় কামনা করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, নরেন্দ্র মোদীর সরকার ফের ক্ষমতায় আসলে দুই দেশের শান্তির পথ খুলবে। কাশ্মীর সমস্যার সমধানে বিজেপি সরকারের ফের ক্ষমতায় আসা প্রয়োজন। তিনি এও দাবি করেন, কংগ্রেস সরকার ফিরলে কাশ্মীর ইস্যু আরও স্পর্শকাতর হয়ে যেতে পারে।

কয়েকজন বিদেশি সাংবাদিকের সঙ্গে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আলাপকালে একথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ইমরান খান বলেন, ‘কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনাই একমাত্র পথ। বিজেপি সরকার ফের ক্ষমতায় আসলে শান্তির পথ খুলতে পারে। কাশ্মীরের দীর্ঘদিনের সমস্যার সমাধানে আমরা ভারতের সঙ্গে আলোচনায় বসতে পারব। ভারত-পাক আলোচনার পথ খুলবে।’

একইসঙ্গে মোদীকে ইমরান খান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘ভারতে এই মুহূর্তে যেটা চলছে তা মেনে নেওয়া যায় না। ভারতে বসবাসকারী মুসলিমরা এতোদিন পর্যন্ত সেখানে শান্তিতে বসবাস করত। কিন্তু এখন পরিস্থিতি পুরো আলাদা। ভারতে মুসলিম বিরোধী হাওয়া চলছে। উগ্র হিন্দুত্ববাদ সমস্যা বিগড়ে দিচ্ছে। এখন ভারতে বসবাসকারী মুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগছে। একইরকম বিদ্বেষমূলক আবহাওয়া রয়েছে ইসরায়েলে। এটা কিন্তু মনুষ্যত্বের জন্য খুব খারাপ বিজ্ঞাপন।’

দেশের অভ্যন্তরে জঙ্গি দমনের প্রক্রিয়া অব্যহত রাখারও অঙ্গীকার করেন ইমরান খান। এক্ষেত্রে দেশটির সেনাবাহিনীকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৯ ১:৩২ অপরাহ্ণ