১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৯

সিলেটে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা১১টার দিকে উত্তর কুশিয়ারা ইউনিয়নের তেরাকুড়ির গ্রামে ধান কাটার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তেরাকুড়িগ্রামের মৃত তজমুল আলীর ছেলে জিতু মিয়া, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা এলাকার মইকন্দর আলীর ছেলে রাজন মিয়া এবং একই  গ্রামের আনোয়ার হোসেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মুহাম্মদ বদরুজ্জামান বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৯ ৬:৩১ অপরাহ্ণ