১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৪৮

সারা দেশে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন চিহ্নিত করার নির্দেশ

দেশজনতা অনলাইন : সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরেজমিন পরিদর্শন করে অতি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছে সরকার।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, ছাদের পলেস্তরা ধসে এক ছাত্রী নিহতের ঘটনাকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত এসেছে।

ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের জন্য প্রয়োজনে উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের সহযোগিতা নেওয়া যেতে পারে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

গত ৬ এপ্রিল বরগুনার তালতলীতে ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের পলেস্তারা ধসে পড়ে তৃতীয় শ্রেণির ছাত্রী মানসুরা নিহত ও পাঁচজন আহত হয়। এ ঘটনায় মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ হয়েছে।

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৯ ১২:৪৫ অপরাহ্ণ