১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৪৪

নড়াইলে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

অনলাইন

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে আওয়ামী লীগের কাইয়ুম মেম্বার গ্রুপ ও আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষে কটাই শেখ নামে একজন নিহত হয়েছেন। এ সময় সংঘর্ষে তিন নারীসহ কমপক্ষে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সন্ধ্যা সাতটার দিকে কলাবাড়িয়া গ্রামের বিলাফর মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহতদের খুলনা ও গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

পুলিশ জানায়, মাগরিবের নামাজের পর দুইপক্ষ বিলাফর বিলে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে একপক্ষের দলনেতা আবেদ শেখ ও তার ভাই কটাই শেখ (৪৫) আহত হন। আহত কটাই শেখ হাসপাতালে নেয়ার পথে মারা যান। অপর দলনেতা কাইয়ুম শেখ গুরুতর জখম হয়ে চিকিত্সাধীন আছেন।

নড়াগাতি থানার ওসি আলমগীর হোসের জানান, এরা দুই পক্ষই আওয়ামী লীগ সমর্থিত। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

প্রকাশ :এপ্রিল ৯, ২০১৯ ১১:২১ পূর্বাহ্ণ