দেশজনতা অনলাইনঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমাণ বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ২০০টি সোনার বার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের বাজার দাম প্রায় ১২ কোটি টাকা।
আজ সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৩ কেজি ৪০০ গ্রাম বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মারুফুর রহমান।
তিনি জানান, বিমানের টয়লেট থেকে কালো স্কচটেপে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এজন্য সন্দেহভাজন দুই কর্মীকে আটক করা হয়েছে।
বাংলাদেশে বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি সকাল ৬টা পাঁচ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রামে আসে। এরপর গোপন সূত্রে স্বর্ণের চালান আসার খবর পেয়ে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর স্বর্ণগুলো উদ্ধার করে।
তল্লাশিতে বিমানের সামনের দিকে দুইটি টয়লেটে বিশেষ কৌশলে রাখা ১২টি প্যাকেটে ২০০টি স্বর্ণের বারের সন্ধান পান গোয়েন্দারা।
এ ঘটনায় এখন পর্যন্ত দুই জনকে আটক করেছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন ক্লিনার এবং অন্যজন টেকনিশিয়ান হিসেবে বিমানবন্দরে কর্মরত।