১৯শে মার্চ, ২০২৫ ইং | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৮
ব্রেকিং নিউজ

ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি নিয়ে বৈঠকে বসবে ইসি

দেশজনতা অনলাইন : ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি-২০১৯  নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এই বৈঠক শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।
সভায় কমিশনরা, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ও  যুগ্ম ও অতিরিক্ত সচিবরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
ইসি সূত্রে জানা গেছে, সভার কার্যপত্রে ভোটার তালিকা হালনাগাদ ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের দপ্তর এবং ইসি সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের জন্য পদ সৃজন ও যানবাহন টিওঅ্যান্ডইতে অন্তর্ভূক্ত করণ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

প্রকাশ :এপ্রিল ৮, ২০১৯ ১:২৫ অপরাহ্ণ