১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৭

ফতুল্লায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ একই পরিবারের চারজন

অনলাইন

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার গিরিধারা এলাকায় এক বাড়িতে এলপি গ্যাসের সিলিন্ডার লিকেজের আগুনে একই পরিবারের মা-ছেলেসহ চারজন দগ্ধ হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে নয়টায় এই দুর্ঘটনা ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জোন-২-এর উপ-সহকারি পরিচালক মামুনুর রশিদ।

সিদ্ধিগঞ্জের আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান মিয়া জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইনটাওয়ারের ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে যায়। এ সময় ম্যাচের কাঠি জ্বালাতেই এলপি গ্যাসের লিকেজ থেকে পুরো ঘরে আগুন ধরে যায়। আগুনে ফাতেমা বেগম(৩০) বড় ছেলে সাইফ আলী বেগ(১৫) মেয়ে ফারিহা আক্তার ফারজানা(১২) ও সাফওয়ান আলী(১০) দগ্ধ হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে এককজন সাইফ আলী বেগের অবস্থা গুরুতর।

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৯ ৯:৪৮ পূর্বাহ্ণ