২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

রিয়ালকে জেতালেন ‘অধিনায়ক’ বেনজেমা

খেলা ডেস্ক

গত সপ্তাহে হুয়েস্কার বিপক্ষে অন্তিম মুহূর্তে তার গোলেই জয় ছিনিয়ে এনেছিল রিয়াল মাদ্রিদ। শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হারলেও অন্তিম মুহূর্তে ঠিকই গোল করেছিলেন করিম বেনজেমা। আজ সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের জন্য আবারও শেষদিকের নাটকীয়তার দরকার ছিল রিয়ালের। ১-১ গোলের সমতা, তখনই আবারও দলের প্রয়োজনে জ্বলে উঠলেন বেনজেমা। দলকে সমতায় ফিরিয়েছিলেন তিনিই, ৮১ মিনিটে টনি ক্রুসের ক্রসে হেড করেই আবারও এইবারের বিপক্ষে জয় ছিনিয়ে আনলেন বেনজেমা। সার্জিও রামোস, মার্সেলোর অনুপস্থিতিতে অধিনায়ক ছিলেন আজ, দলকে নেতৃত্ব দিলেন সামনে থেকেই। ফ্রেঞ্চ স্ট্রাইকারের জোড়া গোলে পিছিয়ে পড়েও এইবারকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল।

জোড়া গোল করেছেন, কিন্তু ভাগ্য সহায় হলে হয়ত হ্যাটট্রিক, এমনকি ‘পোকার’-ও পেতে পারতেন বেনজেমা। দুই অর্ধে অফসাইডের কারণে বাতিল হয়েছে তার দুটি গোল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বেঞ্চে থাকা গ্যারেথ বেল এবং ইস্কোকে আজ মূল একাদশে নামিয়েছিলেন জিদান। ৯ মিনিটে বেলের পাস থেকে দলকে লিড এনে দিয়েছিলেন বেনজেমা, কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় গোলটি। প্রথমার্ধে আক্রমণে রিয়ালের সেরা খেলোয়াড় ছিলেন বেলই।

২৯ মিনিটে তার জোরাল শট দারুণভাবে ফিরিয়ে দেন এইবার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। পজেশন, গোলের সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও লিডটাই নিতে পারছিল না রিয়াল। সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছে এইবার। ৩৯ মিনিটে এস্কালান্তের পাস থেকে রিয়াল গোলরক্ষক কেইলর নাভাসকে একা পেয়ে দলকে লিড এনে দেন হেসুস কারদোনা। বার্নাব্যুতে তখন পিনপতন নীরবতা, মৌসুমের শুরুতে এইবারের কাছে ৩-০ গোলের দুঃস্মৃতির পুনরাবৃত্তির আশঙ্কাই হয়ত করছিলেন অনেকেই। গোছানো ফুটবলে ম্যাচের দখল রাখলেও গোলমুখে বেলদের ব্যর্থতায় প্রথমার্ধে ডাগআউটে জিদানের অসন্তোষ এড়ায়নি ক্যামেরার চোখ।

প্রথমার্ধের মত দ্বিতীয়ার্ধেও ভাগ্য সহায় হয়নি বেনজেমার। ৫৫ মিনিটে দিমিত্রোভিচের ভুলে বল জালে পাঠিয়েছিলেন তিনি। রেফারি ‘ভিএআর’-এর শরণাপন্ন হলে রিপ্লেতে দেখা যায়, লুকা মদ্রিচের পাসের সময় অফসাইডে ছিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। ভাগ্য সহায় হয়নি, তবে বেনজেমাও থেমে থাকেননি। শেষ পর্যন্ত জয় হয়েছে তার অদম্য ইচ্ছাশক্তিরই।

৫৯ মিনিটে ডানপ্রান্ত থেকে মার্কো আসেন্সিও-র ক্রসে হেড করে দলকে সমতায় ফেরান বেনজেমা। জেগে উঠে বার্নাব্যু, প্রেসিং ফুটবলে এইবারকে চেপে ধরে রিয়াল। ৭৭ মিনিটে টনি ক্রুস এবং লুকাস ভাজকেজকে একসাথে নামিয়ে দেন জিদান। ম্যাচের বাকি সময় মাঝমাঠে আর তেমন বলই পায়নি এইবার। ‘বাস পার্ক’ করেও লাভ হয়নি খুব একটা। শেষ পর্যন্ত বেনজেমার হেডে করা দ্বিতীয় গোলে বার্নাব্যু থেকে খালি হাতেই ফিরতে হয়েছে এইবারকে।

আজকের ম্যাচ জিতে যাওয়ায় নিঃসন্দেহে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন জিদান। রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ডিয়েগো সিমিওনের দল হেরে গেলে ব্যবধান কমে দাঁড়াবে ২-এ। আজ তাই হয়ত ‘চিরশত্রু’ বার্সারই জয় চাইবেন রিয়াল সমর্থকেরা।

প্রকাশ :এপ্রিল ৭, ২০১৯ ৯:৩৩ পূর্বাহ্ণ