১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২০

গাজীপুরে পোল্ট্রি ফিডের গুদামে আগুন

 গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকার বিশ্বাস পোল্ট্রি ফিডের কাঁচামালের গুদামে বৃহস্পতিবার ভোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছেন।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে কাশিমপুর জিতার মোড় এলাকার বিশ্বাস পোল্ট্রি ফিডের দুই তলা বিশিষ্ট ভবনের নীচতলার কাঁচামালের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুরের ডিবিএল, জয়দেবপুর ও কলিয়াকৈর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
তিনি জানান, আগুনে পোল্ট্রি ফিডের কাঁচামাল, কেমিক্যাল, প্লাস্টিকের বস্তা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে । আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৯ ১২:৫০ অপরাহ্ণ