১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছেন দলটির শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্রে এতথ্য জানা গেছে।

সূত্র জানায়, কূটনীতিকদের সঙ্গে এ বৈঠকে খালেদা জিয়ার চিকিৎসা ও মামলাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের শুনানি, নির্বাচনী ব্যবস্থায় জনগণের অনাস্থাসহ বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন নেতারা।

এ ছাড়া নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের শুনানি নিয়ে তৈরি একটি সংকলন কূটনীতিকদের সরবরাহ করা হবে।

প্রকাশ :এপ্রিল ৪, ২০১৯ ১০:০৫ পূর্বাহ্ণ