১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:২৮

মামলার চাপে রাজনীতি ছাড়ছেন ঢাকার বিএনপি নেতা মোতালেব

দেশজনতা অনলাইন : মামলার চাপ, পুলিশি হয়রানি এবং শারীরিক ও মানসিক চাপে রাজনীতি ছাড়ছেন ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির সহসভাপতি আবু মোতালেব।

এ লক্ষে তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর লিখিত অব্যাহতিপত্র দেন।

সেখানে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী-সন্তানরা পুলিশি চাপে ও ভয়ভীতির কারণে আতঙ্কগ্রস্ত। এছাড়া তিনি নিজেও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। এসব কারণে তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, ১৯৮৩ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এই নেতা। গত ২৮ মার্চ একটি লিখিত আবেদন জমা দিয়েছেন আবু মোতালেব।

তাতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি ও চকবাজার থানার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৯ ৪:১৯ অপরাহ্ণ