১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯

ডাকসু ভিপির ওপর হামলা, প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল থেকে প্রভোস্ট সহকারে ডাকসু ভিপি নুরুল হক নূরসহ অবরুদ্ধ কয়েকজন বের হয়ে এসেছেন। বের হওয়ার সময় তাদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নুরুল হক নূর এ হামলার জন্য ছাত্রলীগসহ হল সংসদের নেতৃবৃন্দকে দায়ী করেছেন। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন ভিপি নূর এবং শামসুন্নাহার হলের স্বতন্ত্র ভিপি শেখ তাসনিম আফরোজেসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। নূর বলেন, ঘটনার বিচার ও হল থেকে সন্ত্রাসীদের বের না করা পর্যন্ত অবস্থান চলবে।

এর আগে এসএম হলের প্রভোস্ট কক্ষে ডাকসু ভিপি নুরুল হক নূরসহ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে তাদের অবরুদ্ধ করা রাখা হয়। এমনকি এক পর্যায়ে শামসুন্নাহার হলের স্বতন্ত্র ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির ওপর ডিম ছুঁড়ে মারা হয়। জানা গেছে, এসএম হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ফরিদ হাসানকে মারধরের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিকেলে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানববন্ধনে সমর্থন জানান ভিপি নূর।

মানববন্ধন শেষে নূরের নেতৃত্বে ডাকসু নির্বাচনে অংশ নেয়া নেতাকর্মীরা ফরিদ হাসানকে মারধরের অভিযোগ দিতে এসএম হলে যান। তাদের মধ্যে কয়েকজন নারী নেত্রীও ছিলেন।

কিন্তু সেখানে যাওয়ার পর হল সংসদের নেতারা নূরসহ কয়েকজনকে অবরুদ্ধ রাখেন। এছাড়া নারী নেত্রীরা ফিরে যাওয়ার সময় তাদের উপর ডিম নিক্ষেপের অভিযোগও উঠেছে।

এ বিষয়ে এসএম হল সংসদের ভিপি এমএম কামাল বলেন, ভিপি নূর আমাদেরকে অবহিত না করেই হলে এসেছেন। এছাড়াও তিনি নারীদের সাথে নিয়ে হলে এসেছেন যা এস এম হলের সংস্কৃতির সঙ্গে যায় না। তাই তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে।

এ বিষয়ে ভিপি নূর বলেন, প্রভোস্টের কাছে ফরিদ হাসানকে মারধরের অভিযোগ দিতে এসেছি। তবে এ ঘটনার সময় হল প্রভোস্ট অনুপস্থিত ছিলেন।

প্রকাশ :এপ্রিল ৩, ২০১৯ ৯:০৯ পূর্বাহ্ণ