নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিবাদী সরকারকে হটাতে হলে গণতান্ত্রিক আন্দোলনকে জোরদার করতে হবে- উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়া ঠিকমতো খেতে পারেন না। হাঁটতে পারেন না। কারাগারে তাঁকে সুচিকিৎসা দেয়া হয়নি। আল্লাহ্ যেন আমাদের নেত্রীর রোগমুক্তি করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’ মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় কেন্দ্রীয়ভাবে বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়াকে শিগগিরই মুক্ত করা হবে বলেও এসময় জানান মির্জা ফখরুল। দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও জিয়া পরিবারের জন্য বিশেষভাবে মুনাজাত করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘চরম অসুস্থতার মধ্যে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে সম্পূর্ণ মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে। কারাগারে তাঁকে সুচিকিৎসা দেয়া হয়নি। তাঁর প্রতিটি পরীক্ষায় শরীরের জন্য হুমকিস্বরূপ। খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।’
এসময় রুহুল কবির রিজভী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করা হয়েছে। তাঁকে সেখানে সুবিধামতো চিকিৎসা সেবা প্রদান করা হয়নি। আমরা কেন্দ্রীয়ভাবে তাঁর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করছি।’
রিজভী বলেন, ‘বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল সারা দেশে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হবে। সেইসাথে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী রবিবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় অনশন কর্মসূচি পালন করা হবে।’
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।