১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

নিউক্যাসলকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে আর্সেনাল

খেলা ডেস্ক

এমিরেটস স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে আর্সেনাল। সোমবার রাতে অ্যারন র‌্যামজি ও আলেকসঁদ লাকাজেতের লক্ষ্যভেদে ২-০ ব্যবধানে জেতে লন্ডনের ক্লাবটি।

ম্যাচের ৩০তম মিনিটে র‌্যামজির নৈপুণ্যে এগিয়ে যায় আর্সেনাল। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ফ্লিকে লাকাজেতকে বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন র‌্যামজি। পরে ফিরতি পাস পেয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ওয়েলস মিডফিল্ডার।

৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাকাজেত। পিয়েরে-এমেরিক আউবামেয়াংয়ের হেডে বাড়ানো বল ডি-বক্সে ঢুকেই চিপ শটে আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে জালে পাঠান এই ফরাসি ফরোয়ার্ড। ঘরের মাঠে লিগে টানা দশম জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
৩১ ম্যাচে ১৯ জয় ও ছয় ড্র্রয়ে তৃতীয় স্থানে ওঠা আর্সেনালের পয়েন্ট ৬৩। চার নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রকাশ :এপ্রিল ২, ২০১৯ ৯:০৫ পূর্বাহ্ণ