১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০২

এইচএসসি’র প্রথম দিনে অনুপস্থিত ১৫ হাজার

অনলাইন

প্রশ্নফাঁস রোধে কড়া ব্যবস্থা আর বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের মধ্য দিয়ে সোমবার ২০১৯ সালের সারা দেশে শান্তিপূর্ণভাবে এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে ১০ বোর্ডের ১০ লাখ ৭৮ হাজার ৬০১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ১৪ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী।

পূর্ব ঘোষণা অনুসারে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই শিক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছেছেন। পরীক্ষা শুরু হয়েছে সকাল ১০টায়। সারা দেশে আড়াই হাজারের বেশি কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ফাঁসের একাধিক বিজ্ঞাপন প্রচার করা হলেও দেশের কোথাও প্রশ্ন ফাঁসের অভিযোগ বা ফাঁস হওয়ার খবর পাওয়া যায়নি।

এ দিকে, পরীক্ষার প্রথম দিনে সারা দেশে ২৭ জন পরীক্ষার্থীকে অসদাচরণ ও নকলের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে কারিগরি বোর্ডে সর্বাধিক ২২ জন রয়েছে বলে শিক্ষা বোর্ড সূত্রে বলা হয়েছে।

প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র এবং ডিআইবিএসে বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় সকালে বাংলা-২ (নতুন সিলেবাস) ও বাংলা-২ (পুরাতন সিলেবাস) এবং বিকেলে বাংলা-১ (সৃজনশীল নতুন সিলেবাস) ও বাংলা-১ (সৃজনশীল পুরাতন সিলেবাস) পরীক্ষা নেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এবং উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সকালে রাজধানীর বেইলী রোডে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, আশা করি এসএসসির মতো এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সবার সহযোগিতায় প্রশ্ন ফাঁসহীনভাবেই পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারব। শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমসহ সবার সহযোগিতা চাই। আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাই আমাদের সহযোগিতা দিচ্ছেন।

প্রকাশ :এপ্রিল ২, ২০১৯ ৮:৫৫ পূর্বাহ্ণ