১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:২৯

‘আজ থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ’

 দেশজনতা অনলাইন ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আজ থেকে ৬ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
গত ২৫ মার্চ সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। যেহেতু আমরা বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছি না, তাই সব ধরনের কোচিং বন্ধ থাকবে।’
তিনি বলেন, ‘দেশে বিভিন্ন ধরনের কোচিং আছে। যেহেতু একই জায়গায় বিভিন্ন কোচিং থাকে। অনেকে অসাধু উপায়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোচিং করিয়ে থাকে। সেটি ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। আমরা সব কোচিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’

প্রকাশ :এপ্রিল ১, ২০১৯ ৬:২৭ অপরাহ্ণ