১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৩

আবারও উত্তপ্ত কাশ্মীরের পুলওয়ামা, গোলাগুলিতে নিহত ৪

বিদেশ ডেস্ক

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা। সেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলির ঘটনায় ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। তারা সবাই লস্কর-ই-তৈয়্যেবার সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৩ সদস্যও গুলিবিদ্ধ হয়েছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলওয়ামা জেলার লসিপোরায় অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। রবিবার সারারাত ধরে চলে অভিযান। এতে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চলে তুমুল গোলাগুলি হয়। পুরো এলাকা ঘিরে রেখেছে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা।এছাড়া ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামাতে জঙ্গি হামলায় ৪৯ জন ভারতীয় সেনা নিহত হন। এই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর পর থেকেই কাশ্মীরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রকাশ :এপ্রিল ১, ২০১৯ ১১:২০ পূর্বাহ্ণ