১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

একাই ৪৮ ভোট, প্রিজাইডিং কর্মকর্তাসহ আটক ৫

টাঙ্গাইল প্রতিনিধিঃ জানা যায়, বাসাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা মার্কায় জাল ভোট দিতে গিয়ে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।রোববার সকাল সাড়ে ১০টার দিকে বাসাইল দক্ষিণপাড়া কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কাঞ্চনপুর ছনকা পাড়ার সেলিম মিয়ার ছেলে রাশেদ হৃদয় (২৫) ও ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার সৈদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন সুলতানা।

সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কনক কান্তি দেবনাথ বলেন, নৌকা মার্কার কর্মী রাশেদ জাল ভোট দিচ্ছিলো। এ সময় অন্যান্য প্রার্থীর এজেন্টরা বিষয়টি জানান। পরে ১০টি পেপারসহ তাকে আটক করা হয়।

তিনি বলেন, আটক রাশেদ প্রায় ৪৮টি জাল দিয়েছে। ওই পেপারগুলো সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পারভীন সুলতানার কাছ থেকে নেয়া। জাল ভোটে সহায়তা করার অপরাধে ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকেও আটক করা হয়েছে।

আটকদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

অপরদিকে, মির্জাপুরে জাল ভোট দেয়ার অভিযোগে দুই জনকে আটক করেছে বিজিবি। উপজেলার ওর্য়াশী ইউনিয়নের কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, বরকত হোসেন ও সুরুজ আল মামুন। তারা আওয়ামী লীগের কর্মী।

অন্যদিকে, দেলদুয়ারে বারপাখিয়া কেন্দ্র থেকে জাল ভোট দেয়ার সময় রফিক (২২) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

প্রকাশ :মার্চ ৩১, ২০১৯ ৪:২৬ অপরাহ্ণ