নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানী থানার ৩২ কামাল আতাতুর্ক এভিনিউ এর এফআর টাওয়ারে ভয়াবহ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় জমির মালিক এস এম এইচ আই ফারুক (৬৫) আটক হয়েছেন। বিষয়টি শনিবার দিনগত রাত দেড়টায় গণমাধ্যমকে ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলাইন সিথিল নিশ্চিত করেছেন ।
এর আগে বনানী এফআর টাওয়ারের একাংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গতকাল (শনিবার) রাত ১১ টার দিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (৩০ মার্চ) রাত পৌনে ১১টার দিকে তাসভিরের বারিধারার বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
এর আগে রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় থানায় একটি মামলা হয়। শনিবার পুলিশ বাদী হয়ে বনানী থানায় মামলাটি করে।