১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

গাজীপুরে মশার কয়েল থেকে আগুন, দগ্ধ ৪

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে মশার কয়েল ধরানোর সময় আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত ৩টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- চক্রবর্তী এলাকার আব্দুল জলিল (৪৭), তার ছেলে ইয়াসিন মাহমুদ (১৪), মেয়ে জেসমিন (২২) ও মেয়ে জামাই আবুল হাসান (২৫)।

স্থানীয়রা জানায়, রাতে জেসমিন ও তার স্বামী আবুল হাসান এবং ছোট ভাই ইয়াসিন মাহমুদ-তারা একই রুমে ঘুমায়। রাত ৩টার দিকে মশার কয়েল ধরানোর সময় জেসমিনের পড়নের কাপড়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তার স্বামী ও ভাইও দগ্ধ হয়। এ সময় তাদের চিৎকার শুনে বাবা আব্দুল জলিল উদ্ধার করতে গিয়ে তিনিও দগ্ধ হন। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় শেখ ফজিলাতুনন্নেছা মেমোরিয়াল (কেপিজে) মেডিক্যাল হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে আজ শনিবার সকালে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে পাঠানো হয়।

তারা আরো জানান, আগুনে জেনমিনের শরীরের তিন ভাগের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জেসমিনের অবস্থা আশঙ্কাজনক।

প্রকাশ :মার্চ ৩০, ২০১৯ ২:২০ অপরাহ্ণ