দেশজনতা অনলাইন ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন আজ সিলেট শহরের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে সেসিপ’র আওতায় সিলেট অঞ্চলের ই-লার্নিং মেলার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে আগামীতে ছাত্র-ছাত্রীদের বইয়ের বোঝা বহন করতে হবে না। একটি আইপ্যাড নিয়েই তারা স্কুলে যেতে পারবে। ই-লার্নিংয়ের মাধ্যমে সারাবিশ্ব হবে ছাত্র-ছাত্রীদের পাঠশালা। আমরা গঠন করতে পারবো একটি উন্নত জাতি। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে ছাত্র-ছাত্রীদের ‘আমি পারি’ এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে অনুরোধ করেন তিনি।
ড. মোমেন বলেন, টেকনোলজি যথাযথ ব্যবহার ও ই-লার্নিংয়ের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা উৎকর্ষতা ও পরিপক্কতা অর্জন করবে এবং আমরা পাবো একটি উন্নত জাতি। টেকনোলজিই হলো আমাদের প্রধান হাতিয়ার যার মাধ্যমে আমরা আমাদের জনগণকে জনসম্পদে পরিণত করতে পারবো। ডিজিটাল টেকনোলজি শিক্ষকদের সতর্কতা ও আন্তরিকতার সাথে শিখতে হবে এবং সে অনুযায়ী ছাত্র-ছাত্রীদের শেখাতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক অধ্যাপক মো: হরুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহামুদ-উল হক, সিলেটের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক অধ্যাপক ড. সামসুন নাহার, ইথিক্র অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান।