১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

আগুন নেভাতে যোগ দিয়েছে সেনা-নৌ-বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক

গুলশান ডিসিসি মার্কেট হিসেবে পরিচিত রাজধানীর গুলশান-১-এর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও পানির স্বল্পতার কারণে ফায়ার সার্ভিসকে ধীর গতিতে কাজ করতে হচ্ছে। তবে তাদের সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনীও বিমানবাহিনীও আগুন নেভাতে কাজ করছে। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে উৎসুক জনতাকে সরিয়ে দিচ্ছে।

আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর শাকিল নেওয়াজ এ কথা বলেন। ভোর পৌনে ৬টার দিকে ডিসিসি মার্কেটের কাঁচা ও সুপার মার্কেট অংশে আগুন লাগে।

মেজর শাকিল নেওয়াজ বলেন, এর আগে যখন এই মার্কেটে আগুন লাগে (২০১৭ সালের ৩ জানুয়ারি) তখন আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানেও যেখানে আগুন লেগেছে, তার আশপাশে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। পানির স্বল্পতার কারণে ধীরে ধীরে কাজ হচ্ছে।

ফায়ার সার্ভিসের এই পরিচালক আরও জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে গুলশানে। এরই মধ্যে সেনাবাহিনীর এক প্লাটুনের মতো সদস্যকে কাজ করতে দেখা গেছে ঘটনাস্থলে।

ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও কয়েকটি ইউনিট যোগ দেয়। সবশেষ তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে।

প্রকাশ :মার্চ ৩০, ২০১৯ ৯:১২ পূর্বাহ্ণ