নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে এফআর টাওয়ারের আগুনের সূত্রপাত কিভাবে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরে কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আমরা দেখেছি, এফআর টাওয়ারে প্রচুর দাহ্য পদার্থ ছিল। ভবনের ভেতরে ডেকোরেশন করতে ফোম ও সিনথেটিক ফাইবার উপাদান ব্যবহার করা হয়েছে। এর কারণে প্রচুর ধোঁয়া হয়েছে, আগুন নেভানোর চেষ্টায় আমাদের বেগ পেতে হয়েছে- বলেন সাজ্জাদ হোসেন।